পশ্চিমাদের নিষেধাজ্ঞায় এককাট্টা হয়েছে চীন-রাশিয়া
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভূরাজনীতি ও অর্থনীতির গতি বদলেছে। এ যুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমনকি চীনের প্রেসিডেন্ট ঘোষণা করেন, রাশিয়ার সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সীমা–পরিসীমা থাকবে না।
এ যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও চীনের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনীভূত হয়েছে। দেশ দুটির মধ্যকার বাণিজ্য রেকর্ড উচ্চতায় উঠেছে; রাশিয়া চীন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম কিনেছে এবং বিনিময়ে চীনের ক্রেতারা ছাড়কৃত মূল্যে রাশিয়ার জ্বালানি তেল ব্যবহার করছে। এ বাস্তবতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ আবারও চীন সফরে গেছেন।
সিএনএনের সংবাদে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ নিয়ে মোট চারবার দুই নেতার সাক্ষাৎ হলো। শুধু তা–ই নয়, ২০১২ সালে সি চিন পিং ক্ষমতায় আসার পর এ নিয়ে দুই নেতার মোট ৪৩ বার সাক্ষাৎ হয়েছে। বিশ্বের আর কোনো ক্ষেত্রে এমন নজির দেখা যায় না। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের ফোনে আলাপ হয়েছে মাত্র একবার।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url