বেলকুচিতে পৌরসভা মেয়রের ওপর হামলা, মেয়রের সন্তানসহ আহত ৪
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হকের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পৌর চালা এলাকায় আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় মেয়র, তাঁর দুই বছরের সন্তানসহ চারজন আহত হয়েছেন। মেয়রের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আবদুল মোমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর এ হামলা চালান।
হামলায় আহত অপর দুজন হলেন বেলকুচির পৌর চালা এলাকার নাবিল মণ্ডল (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৪০)। তাঁদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনার ছবি তুলতে গেলে মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবু মুসাকে পিটিয়ে আহত করা হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url