দুই দফায় বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচনে তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দুটি বিতর্কে মুখোমুখি হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। গতকাল বুধবার এ সম্মতি জানিয়েছেন তাঁরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী ২৭ জুন এবং ১০ সেপ্টেম্বর এ দুই বিতর্ক অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এ দুই বিতর্ক অত্যন্ত উত্তেজনাকর মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেন লিখেছেন, ‘যেমনটা আপনারা বলেন, যেকোনো জায়গায়, যেকোনো সময়ে, যেকোনো স্থানে।’
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url