মেসি–নেইমার–এমবাপ্পেরা পারেননি, পিএসজি কি চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে কখনো
‘পিএসজির হয়ে তুমি সবকিছু জিতবে, শুধু একটি ট্রফি ছাড়া’—না, দয়া করে এটাকে চিরন্তন উক্তি ধরে নিয়ে ভুল করবেন না। এটা আসলে এক পিতা-পুত্রের কথোপকথন।
২০১৯ সালের কথা। পিএসজিতে তখন তারার সমাহার। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এদিনসন কাভানি, লিয়ান্দ্রো পারেদেস, দানি আলভেজ, আনহেল দি মারিয়া, জিয়ানলুইজি বুফন, থিয়াগো সিলভা, মারকিনিওস...কে নেই তখন প্যারিসে! স্কোয়াডের দিকে তাকিয়েই হয়তো কাভানি তাঁর বাড়িতে লিখে রেখেছিলেন, ‘এবার আমরা চ্যাম্পিয়নস লিগ জিতব।’ কাভানির সেই ‘নোট’ চোখ এড়ায়নি তাঁর বাবা লুইস কাভানির।
ভালো হয়েছে🙂